জানি একদিন শেষ হবে আমার এ প্রণয়ের প্রতীক্ষা, যেদিন ধূলিসাৎ হবে পৃথিবীর এ উষ্ণ রঙ্গমঞ্চতা। সকল কোকিলের মোহনীয় কন্ঠ একই সাথে হবে রুদ্ধ, কবির মনের কাগজে লেখা হবেনা আর কোন কবিতা আবৃত্য। মর্ত্যের ছায়া হয়ে রোবেনা কোন শান্তির কপোতে, অনিন্দ্য সুন্দর ধরণি হারাবে তার আসল স্বভাবে। যেদিন সকল প্রতীক্ষার প্রহর শেষ হবে প্রত্যুষে, সেদিন হয়তো তোমার মনের প্রকোষ্ঠে নাড়া দেবে আমাকে। আমি নামক এক অপদার্থ ছিলাম শুধু তোমারই প্রতীক্ষাতে, তোমার চোখের জানালা উন্মুক্ত করে দেখবে সেদিন অপলোকে। আমার শিহরণের প্রতিটি স্পন্দনে শুধু তুমিই ছিলে জড়িয়ে, সেদিন অভিমানের বেড়া ডিঙিয়ে অনুভব করবে আমাকে। আমি ছিলাম না মিথ্যুক, করিনি প্রতারণা তোমার সাথে। পথ হাতড়ে হয়তো খুঁজে বেড়াবে সেদিন তুমি আমাকে? পাবেনা খুঁজে সেদিন কারণ আমি থাকবোনা এ ধরায় - স্বার্থক হবে তখন আমার এপাড়ের সকল প্রতীক্ষায়। ওপাড়ে থেকেও আমি করবো শুধু তোমাকে স্মরণ, তোমাকেই পেতে চাই আমি জন্ম থেকে জন্মান্তরে। হয়তো এই জনমে তোমাকে পাওয়া হলোনা এ ভূবনে, পরজনমে যেন পাই আমি তোমার দেখা গহিনে - সে আশাতেই আছি এখনো প্রণয়ের শেষ প্রতীক্ষায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর
লিখতে চাইলে অনেক কিছু লিখতে পারবেন, কিন্তু অল্প কথায় কাব্যিকতা পুর্ণ হওয়া চাই, এগিয়ে যান আর ভাল পাবার প্রতীক্ষায় থাকলাম, শুভেচ্ছা আর আমার পাতায় আমন্ত্রন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।